জা’য়েদ-মি’শার দ্বারা হেয়প্রতিপন্নের অভিযোগ এনে চলচ্চিত্র প্র’যোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বুধবার তিনি এই অ’ভিযোগ ক’রেন।অভিযোগপত্রে হিরো আলম লিখেছেন, ‘আমি চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য হওয়া শর্তেও, বাংলাদেশ চলচ্চিত্র শি’ল্পী স’মিতির সভাপতি জনাব মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমে আমাকে হেয়প্রতিপন্ন করেছেন এবং বলেছেন আমি চলচ্চিত্রের কে?
এই না’মে আ’মেক কেউ চেনেও না, জানেও না।’উপরোল্লেখিত বিষয়ে ব্যবস্থাগ্রহণের জন্য তিনি বিনীত অনুরোধ জা’নিয়েছেন। হিরো আলমের এই অভিযোগ পত্র গ্রহণ করেছে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি।
উল্লেখ্য স’ম্প্রতি শা’হরিয়ার নাজিম জয়ের একটি সরাসরি অনুষ্ঠানে মিশা সওদাগরকে জিজ্ঞেস করা হয়, আপনাদের চ’লচ্চিত্র শিল্পী সমিতির কি সদস্য হিরো আলম? উত্তরে তিনি বলেন, ‘ও হ্যাঁ, তিনি তো আমাদের আজীবন সদস্য।
’পরে জায়েদ খা’ন ভু’ল ভাঙান। তাৎক্ষণিকভাবে জায়েদ বলেন, ‘না না, আমার প্রেসিডেন্ট বুঝতে পারেননি। এ’কজন আছে যে মিউজিক ভিডিও করে, তাঁর কথা বলছেন।’
তিনি জ’য়ের প্র’শ্নের উত্তর হিসেবে বলতে শুরু করেন, ‘না না হিরো আলম নামে আমরা কাউকে চিনি না। আমরা হি’রো বলতে চিনি নায়করাজ রাজ্জাক, হিরো বলতে চিনি আলমগীর সাহেবকে… হিরো আলম নামে কাউকে চিনি না।
’এই কা’রণেই হি’রো আলম আজ লিখিত অভিযোগপত্র জমা দেন। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মিশা সওদাগর ও জায়েদ খান।