আইনি প্র’ক্রিয়ায় মু’ক্ত করতে না পারায় আইনজীবীদের ও’পর ক্ষু’ব্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বি’ষয়টি স্বী’কার না করলেও মা’মলা নিয়ে বেগম জিয়ার হতাশা প্রকাশ করার কথা জানিয়েছেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।বেগম জিয়ার আইনজীবী প্যা’নেলের সিনিয়র সদস্য খন্দকার মাহবুব হোসেন বলেন, অভিজ্ঞ আইনজীবীদের দায়িত্ব না দেয়া, মা’মলা পরিচালনায় সমন্বয়হীনতা ছিলো।
এ কা’রণেই হ’য়ত নেত্রী ক্ষু’ব্ধ। দুদক আইনজীবী বলছেন, মা’মলা পরিচালনার অনেক ক্ষেত্রে তার আইনজীবীদের পদক্ষেপ র’হস্যজনক ছিলো।বিএনপি চে’য়ারপারসন বেগম খালেদা জিয়ার মা’মলা পরিচালনা প্যানেলে রয়েছেন অর্ধশতাধিক আইনজীবী।
এ প্যা’নেলের আ’ইনজীবীদের মধ্যে সমন্বয়হীনতা ও অন্তর্কোন্দল ছিলো ওপেন-সিক্রেট।স’রকারি সিদ্ধান্তে মুক্তির পর আ’ইনজীবীদের ব্য’র্থতায় বেগম জিয়া ক্ষু’ব্ধ বলে জানা গেছে।
এরইমধ্যে এ’কজন আ’ইনজীবী তার সঙ্গে দেখা করার পর বি’ষয়টি সামনে এসেছে।আইনজীবী মাহবুব উ’দ্দিন খোকন জানান, মা’মলা নিয়ে হতাশা প্রকাশ করেছেন নেত্রী।
যদিও আ’ইনজীবীদের ও’পর ক্ষু’ব্ধতার বি’ষয়টি অস্বীকার করেছেন তিনি।আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, অ’পরাধ না করেও দুই বছর জে’লে ছিলেন-এটা নিয়েও তি’নি হতাশা প্রকাশ করেছেন। অনেক দুঃখ ও হতাশার কথা বলেছেন।আইনজীবী প্যানেলের সি’নিয়র সদস্য খন্দকার মাহবুব হোসেন বলছেন ভিন্ন কথা।
তিনি জানান, মা’মলা নিয়ে হতাশ নন নেত্রী। তবে মা’মলা পরিচালনায় সমন্বয়হীনতায় হয়ত ক্ষু’ব্ধ।অ্যাড. খন্দকার মা’হবুব ব’লেন, সিনিয়রদের বাদ দিয়ে বিশেষ কো’নো ব্যক্তিকে মা’মলার দায়িত্ব দিয়েছিলেন, সেটা নিয়েই একটু হতাশায় ছিলেন।
দুদক আ’ইনজীবী অ্যাড. খুরশীদ আলম বলেন, দেড় বছরেও তার আ’ইনজীবীরা কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না তা আমাদের জানা নেই।
আ’ইনি প্র’ক্রিয়া ও রাজনৈতিকভাবে মুক্ত করতে ব্যর্থ হওয়ায় সবশেষ পরিবারের আবেদনে মানবিক দিক বিবেচনায় গত ২৫ মার্চ বেগম জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় স’রকার।