মু’সলিমদের আচরণে মু’গ্ধ হয়ে ই’সলাম গ্রহণ করলেন ইতালীয় ত’রুণী।
কে’নিয়ায় অ’পহরণের ১৮ মাস পরে ইতালিতে ফিরেছেন ইতালির স্বেচ্ছাসেবিকা সিলভিয়া রোমানো। কেনিয়ায় অ’পহরণের পর সোমালিয়ার স’শস্ত্র বাহিনী আল-শাবাবের আস্তানায় দীর্ঘ ১৮ মাস ব’ন্দিজীবনে যা যা ঘটেছে সবই জানিয়েছেন তিনি।সোমালিয়ায় ব’ন্দি থাকাবস্থায় স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন বলেও রোমে জি’জ্ঞাসাবাদে জানিয়েছেন ইতালীয় তরুণী সিলভিয়া রোমানো।
ই’তালিয়ান কম্যান্ডো টিম তুর্কি সিক্রেট সার্ভিসের সহায়তায় তাকে উ’দ্ধার করে রবিবার রোমে নিয়ে আসা হয়।হিজাব পরিহিতা সিলভিয়া সাবলীলভাবে নেমে আসেন ইতালিয়ান এজেন্সি ফর ইনফরমেশন এন্ড ফরেইন সিকিউরিটি’র বিশেষ জেট বিমান থেকে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী প্রফেসর জোসেপ্পে কন্তের সঙ্গে একান্তে বেশ কিছুক্ষণ কথা বলেন সিলভিয়া রোমানো।
উ’ল্লেখ্য সিলভিয়া রোমানো ২০ নভেম্বর ২০১৮ সালে কেনিয়া থেকে অ’পহৃত হন।ফিলিস্তিনি মু’সলিমদের জন্য চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে তুরস্ক!ক’রোনাভা’ইরাসেের বি’রুদ্ধে লড়তে ফিলিস্তিনিদের জন্য চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে তুরস্ক। পাশাপাশি তুরস্ক অ’বৈধ ইহুদী রাষ্ট্র ইসরাইলকেও চিকিৎসা সরঞ্জাম দেবে।