মে’য়ের সা’মনেই ঘু`মন্ত – ল`ক্ষ্মীপুরের রা`য়পুরে র`হিমা খাতুন (৪২) নামক এক গৃহ`বধূর ঝু`লন্ত লা`শ উ`দ্ধার করেছে হা`জিমা’রা ফাঁ`ড়ি পু`লিশ।
ঘ`টনার প’র থেকে নি`হ`তের স্বামী কবির হোসেন, তার ভাই আলমগীর ও ছোট আবুল পা’লিয়েছে।বৃহস্পতিবার সকালে উপজে’লার উ`ত্তর চরবংশী ই`উনিয়নের বাড়ি থেকে তার লা`শ উ`দ্ধার করা হয়।নি`হ`তের ছোট মেয়ে রু`মা আ`ক্তার বলেন, আমরা ছয় বোন আর দুই ছোট ভাইয়ের বয়স ৮ মাস।
দু’ই বো’ন বিয়ে হয়ে স্বামীর সংসারে, বাকি আমরা চারজন ঢাকায় বাসা-বাড়িতে কাজ করে সংসার চালাই। বাবা কবির কোনো কাজকর্ম করে না। সে ঘুরেফিরে খায় আর আড্ডা দেয়।
তি’নি ব’লেন, আমাদের চাকরির বেতনের টাকা মায়ের কাছে জমা রাখি।সেই টাকা বাবাকে না দিলে মায়ের ও’পর বাবা অ’ত্যাচার-নি`র্যা`তন করে। মায়ের সাফ কথা, ওদের বেতনের টাকা দিয়ে বিয়ে দিতে হবে, এই টাকা দেয়া যাবে না।
এ’রই জে`র ধ`রে গতকাল বুধবার সকালে লো’হার চে`ইন ও লা`ঠি দিয়ে মা`কে বে`দম `মা`রধ`র করে আমার বাবা। আমি মা`কে বাঁ`চাতে গেলে বাবা আমাকেও বে`দ`ম মা`রধ`র করে।মা`রাত্ম`কভাবে আ`হ`ত হয়ে জ্ঞান হা`রায় মা।
রু’মা আ`ক্তার আ’রও বলেন, রাতে অ`সুস্থ মা`কে স্থা`নীয় ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়ে ছোট ভাই ও মাকে নিয়ে ঘু`মিয়ে পড়ি।রাত আ`নুমানিক ৩টার দিকে বাবা ও তার বড় ভাই আলমগীর ঘরে ডুকে ঘু`মের মধ্য এ`লোপা`তাড়ি পি`টিয়ে মাকে গ`লায় র`শি দিয়ে ঝু`লিয়ে রাখে।