ল’কডাউনের মাঝে আবারও ভারত-পাকিস্তান বিত’র্ক উস্কে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এর আগেও তিনি একাধিকবার বিভিন্ন জনসভায় প্র’কাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় মুখর হয়েছেন।
এ’বার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়ে মোদিকে নিয়ে আবারও তীব্র স’মালোচনা করলেন আফ্রিদি। যা দুই দেশের রাজনৈতিক বি’বাদ আরও বাড়াতে পারে।সোশ্যাল সাইটে প্র’কাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে আফ্রিদি বলছেন, মোদির মস্তিষ্ক নাকি করো’না র থেকেও ক্ষ’তিকারক!
তি’নি বলেন, ‘আমি আজ একটা সুন্দর গ্রামে এসেছি। আমি খুব আনন্দ পেয়েছি এখানে এসে।আমি আপনাদের এখানে আসব বলে অনেকদিন থেকেই প’রিকল্পনা করেছিলাম। এক ভ’য়ঙ্কর ম’হামা’রিতে ছেয়ে গেছে। কিন্তু তার থেকেও বড় রো’গ লুকিয়ে রয়েছে মোদির মনে।
সে’টা করো’না ভা’ইরাসের মতো ক্ষ’তিকারক।’
কো’নোরকম রাখঢাক না করেই তিনি বলেন, ‘যতদিন মোদি ক্ষ’মতায় আছেন, ততদিন ভারত-পাকিস্তান স’স্পর্কের কোনো উন্নতি সম্ভব হবে না।শুধু আফ্রিদি নয়, পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে বি’স্ফোরক মন্তব্য করে যাচ্ছেন।