শাহরিয়ার খাঁন সাকিব, মৌলভীবাজার: মৌলভীবাজার নতুন স্টেডিয়াম মাঠে প্রতি বছরের ন্যায় বসেছে কোরবানির হাট। পবিত্র ঈদুল আজহার বাকি আছে আর মাত্র ৩ দিন ক্রেতা শূন্য থাকায় ঘন্টার পর ঘন্টা অলস সময় পাড় করছেন গরু বেপারীরা দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে রয়েছে উর্ধপ্রতিক্রিয়া। পশু উঠলেও ক্রেতা নেই তেমন। সময় গড়ালে কমবে দাম এই অপেক্ষায় ক্রেতারা। অন্যদিকে সময় গড়ালে বাড়বে দাম এই আশায় বিক্রেতারা। হাটে তেমন লোকসংখ্য দেখা পড়েনি চোখে।
অন্যান্য বছর এই হাটে দেশি ও ভারতীয় গরুর দখলে থাকলেও এবছর শুধুই দেখা যাচ্ছে দেশি গরু। দূর দুর্দান্ত থেকে আগত এসব গরু বেপারীরা ক্রেতার অভাবে গরু বিক্রি না করতে পেরে হতাশা হয়ে ফিরে যেতে হয়। প্রতিবছর অন্যান্য জেলা থেকে গরু আসে এই হাটে। কিন্তু এবছর করোনার কারণে আগ্রহ দেখা যাচ্ছে না ক্রেতা বিক্রেতাদের মধ্যে। করোনা সংক্রমণ প্রতিরোধে ক্রেতা বিক্রেতা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সে জন্য মাইকিং করা হচ্ছে।
করোনা সংক্রমণ প্রতিরোধে কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা।