চ’লচ্চিত্রে দর্শকপ্রিয়তার উপর শিল্পীদের পারিশ্র’মিক নির্ধারণ করা হয়। দেশের সব সুপারস্টাররা তাদের সময় সর্বাধিক পারিশ্র’মিকে অভিনয় করেছেন।সালমান শাহর স্ত্রী সামিরা জানালেন এই নায়কের পারিশ্র’মিকের কথা।সামিরা বলেন, ১৯৯২ সালের ৩ আগস্ট ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মহরত হয়।
এ সি’নেমার জন্য ইমনকে (সালমান শাহ) ২৫ হাজার টাকা দেওয়া হয়েছিল।এরপর ‘তুমি আমার’ সিনেমার জন্য ১ লাখ টাকা, ‘দেনমোহর’ সিনেমায় দেড় লাখ, ‘মায়ের অধিকার’ সিনেমার জন্যও দেড় লাখ টাকা নিয়েছিল।
এ’গুলো যখন সুপার-ডুপার হিট করে তখন ধীরে ধীরে তার পারিশ্র’মিকও বেড়ে যায়।সর্বশেষ ছটকু আহমেদের ‘বুকের ভিতর আ’গুন’ সিনেমার জন্য সে দশ লাখ টাকা নিয়েছিল।