জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে ম’সজিদের একটি ছবি আপ করে স্ট্যাটাস দিয়েছেন ‘ম’সজিদের পাশেই পরম শান্তি’ মুশফিকুর রহিম না
পড়তে গিয়ে মসিজদের ছবি তুলে নিজেরআরো পড়ুন,তিন টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পা’কিস্তান দল এরইমধ্যে পা রেখেছে ইংল্যান্ডে।
তবে এখন পর্যন্ত জোগাড় করতে পারেনি স্পন্সর। বেশ বড়সড় ঝুঁ’কির মুখেই পড়েছে পা’কিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি।মহামা’রীতে ত্রাণ বিতরণ করছেন আফ্রিদি।
এরমধ্যে আ’ক্রান্ত হয়েছিলেন নিজেও। তবে নিজে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। শীঘ্রই আবারো অর্থ সংগ্রহ করে দাতব্য কাজে নেমে পড়বেন আফ্রিদি।
তারই প্রাথমিক ধাপ হিসেবে পিসিবির সঙ্গে এই চুক্তিতে এসেছেন সাবেক এই অলরাউন্ডার।