ঢা’কা দক্ষিণ সিটি ক’রপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী দলের চেয়ারপারসনের আন্তর্জাতিক বি’ষয়ক উপদেষ্টা কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হো’সেন বলেছেন, ‘এই ঈদ কারোর জন্য আনন্দপূর্ণ ছিল না।
তবে আ’মি ব’লব আল্লাহ যা করেন নিশ্চয়ই তার পরিকল্পনা মা’ফিক করেন। এটি একটি পরীক্ষা আমাদের মানব সভ্যতার জন্য।
আ’গামীতে নিশ্চয়ই তি’নি ভালো কিছু রে’খেছেন আমাদের জন্য।’জাগো নিউজের সঙ্গে আলাপকালে অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন এসব কথা বলেন।
ক’রোনাভা’ইরাসে প’রিস্থিতির কারণে এবারের ঈদ সবার কাছে অ’চেনা পরিবেশে হলেও ইশরাকের এবারের ঈদ ছিল আ’রেকটু অন্যরকম।
এসময় ই’শরাক হোসেন বলেন, প্রথমে ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত হয়ে যারা নি’হত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
ম’হামা’রিতে আ’ক্রান্ত এই বিশ্বের পরিবর্তিত অবস্থা কারোরই অজানা নয়। তার ও’পর বাবা হা’রানোর বেদনায় আমার পুরো পরিবার একটি শো’কের মধ্য দিয়ে কাটিয়েছি।
স’কালে বা’সায় নামাজ আদায় করার পর আমার ভাই ও মায়ের সঙ্গে বাবার স্মৃ’তিচারণ করেছি।
আ’মার বোন ও তা’র পরিবার নিউইয়র্কে অবস্থান করায় তাদের সঙ্গে ফোনে বাবার কথাই বেশি বলেছি। অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা এড়াতে আমরা বাবার কবর জিয়ারত করতে ঈদের দিন যাই নাই।