আ’গামী ২৪ শে জুলাইয়ের মধ্যে যু’ক্তরাষ্ট্রে করো’না ভাই’রাসে আ’ক্রান্তের সংখ্যা দাঁড়াতে পারে ৫৪ লাখ।এ সময়ের মধ্যে মৃ’তের সংখ্যা দাঁড়াতে পারে দুই লাখ ৯০ হাজার।অন্যদিকে তুলনামূলক চিত্র উপস্থাপন করে বলা হয়, যদি সব রাজ্য খুলে দেয়া হয় কিন্তু ব্যক্তিবিশেষ সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন তাহলে ২৪ শে জুলাইয়ের মধ্যে আ’ক্রান্তের সংখ্যা কম থাকতে পারে।
সে’ক্ষেত্রে আ’ক্রান্তের সংখ্যা হতে পারে ৪৩ লাখ। আর মৃ’তের সংখ্যা দাঁড়াতে পারে দুই লাখ ৩০ হাজার।অন্যদিকে ইউম্যাস ইনফ্লুয়েঞ্জা ফোরকাষ্টিং সেন্টার অব এক্সিলেন্স তার প্রক্ষেপণে বলেছে, মধ্য জুনের মধ্যে মৃ’তের সংখ্যা এক লাখ ১৩ হাজার ছাড়িয়ে যেতে পারে। ৯টি আলাদা প্রতিষ্ঠানের মডেলকে একত্রিত করে তার ওপর ভিত্তি করে পূর্বাভাষ দিয়েছে তারা।
এ’তে বলা হয়েছে, আগামী ২৫ দিনের মধ্যে যু’ক্তরাষ্ট্রে মোটামুটি ২২ হাজার মানুষ করো’না ভাই’রাসে আ’ক্রান্ত হয়ে প্রা’ণ হারাতে পারেন।এদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, বর্তমানে যু’ক্তরাষ্ট্রে আ’ক্রান্তের সংখ্যা ১৫ লাখের বেশি। মা’রা গেছেন কমপক্ষে ৯২ হাজার মানুষ।