ম’হামা’রি ক’রোনা ভাই’রাস সং’ক্র’মণের আ’শঙ্কা থেকে অর্ধশতাধিক বয়স্ক সং’সদ সদস্যকে অধিবেশনে যোগ না দিতে বলা হয়েছে। এছাড়াও বাজেট অ’ধিবেশনকে ঘি’রে প্রধানমন্ত্রী ও সং’সদ সদস্যদের নিরাপত্তায় আরোপ করা হচ্ছে বেশ কিছু কড়াকড়ি।
মূল অডি’টরিয়ামে প্র’ধানমন্ত্রীসহ সং’সদ সদস্যদের আসন বি’ন্যাসে আনা হচ্ছে পরিবর্তন। এছাড়া প্রতিদিনের পরিবর্তে একদিন পরপর অধিবেশন চা’লানোর প’রিকল্পনা করছে সং’সদ স’চিবালয়।গত ৩১ মে থেকে দেশে অফিস চালু হলেও স’রকারের পক্ষ থেকে রয়েছে স্বাস্থ্যবিধির ব্যাপক কড়াকড়ি। এর মাঝেই বসছে একাদশ জাতীয় সং’সদের বাজেট অধিবেশন।
সং’রক্ষিত ৫০ জন’সহ সং’সদের সদস্য সংখ্যা ৩৫০। এর মধ্যে ৬০ জন সদস্য উপস্থিত হলেই পূরণ হয় কোরাম।সংবিধানের অক্ষুন্নতা রাখতে এর আগে গত ১৮ এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে মাত্র এক দিনের জন্য বসেছিলো অধিবেশন।
এবারও প্র’ধানমন্ত্রীর আশপাশের কয়েকটি চেয়ার রাখা হবে খালি।