স্বা’স্থ্য ও প’রিবার কল্যাণ ম’ন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্যসেবা বিভাগসহ পাঁচ ম’ন্ত্রণালয়ে নতুন স’চিব নিয়োগ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) জ’নপ্রশাসন ম’ন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ম’ন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্যসেবা বি’ভাগের স’চিব মো. আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগের স’চিব পদে বদলি করা হয়েছে।
স্বা’স্থ্য সেবা বি’ভাগের নতুন স’চিব হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান।
একই স’ঙ্গে অ’তিরিক্ত স’চিবের পদে থাকা বরিশালের বিভাগীয় কমিশনার মোহম্মদ ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের স’চিব, বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস মো. আছিয়া খাতুনকে বাংলাদেশ স’রকারি কর্মকমিশন স’চিবালয়ের স’চিব এবং গৃহায়ন ও গণপূর্ত ম’ন্ত্রণালয়ের অতিরিক্ত স’চিব মো. ইয়াকুব আলী। পাটোয়ারীকে পদোন্নতি দিয়ে স’চিবের পদমর্যাদায় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।এদিকে স’রকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী জনপ্রশাসন ম’ন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মোস্তাফিজুর রহমানকে স’রকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
এই তা’লিকায় আরও রয়েছেন, পরিকল্পনা বিভাগের স’চিব নুরুল আমিন এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের স’চিব সৌরেন্দ্র নাথ চ’ক্রবর্তী।