ম’হামা’রী ক’রোনার মধ্যে রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পোশাক শ্র’মিকরা শতভাগ বোনাসের দাবিতে রাস্তা অ’বরোধ করে রেখেছেন।আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে শ্র’মিকরা রাস্তা অ’বরোধ করে আন্দোলন করতে থাকেন।
এ’সময় কয়েকটা গাড়ি ভাং’চুর করে শ্র’মিকরা। শ্র’মিকরা জানান, আমাদের অর্ধেক বেতন দিয়েছে।অন্য গার্মেন্টসের শ্র’মিকদের মত আমরাও শতভাগ ঈদ বোনাস চাই। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম জামান বলেন, শতভাগ বোনাসের দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্র’মিকরা।
মি’রপুর ১৩ নম্বরের প্রধান সড়কের এক পাশে শ্র’মিকরা আছেন অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি।