হ’লঠাৎ ক’রেই রাশিয়ায় নদীর পানি রক্তবর্ণ রূপ ধারণ করায় মানুষের ভেতর আতঙ্কের সৃষ্টি হয়। দেশটির উ’ত্তরাংশের শহর নরিলক্সে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পানির অ’বস্থা এতটাই খারাপ যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লা’দিমির পুতিন সুমেরু অঞ্চলে জরুরি অবস্থা পর্যন্ত ঘোষণা করেছেন।ভারতীয় সংবাদ মা’ধ্যম জি নি’উজের প্রতিবেদনে বলা হয়েছে, নরিলক্সে একটি থার্মাল পাওয়ার স্টেশনে বিশালাকার একটি জ্বালানির ট্যাংকার ফেটে এমন ঘটনা ঘটেছে।
রাশি’য়ার উত্ত’রাংশের শহর নরিলক্স সুমেরু বৃত্তের ১৮০ মিটার ওপরে অবস্থিত।খনন কাজের সঙ্গে যুক্ত একটি সংস্থা ডি’জেল রেখেছিল বিরাট ট্যাংকে। সেই ট্যাংক আচমকা ফেটে বেশিরভাগ ডিজেল মিশে যায় নদীতে।
তাই মি’রশকি দ’লগ্যানোর জেলার একটি রিসার্ভারেও কিছুটা ডিজেল মিশে গেছে। আম্বার্নোয়া ও দাদিকান নদীতে মি’শেছে বেশিরভাগ পেট্রোল। ফলে ওই ন’দীর পানির রং লাল হয়ে গেছে।দূষণের পরিমাণ এতটাই ভয়াবহ যে স্যাটেলাইট ছবিতেও ধরা পড়ছে।
গু’গল ম্যা’প ও ই’য়ান্ডেক্স স্যাটেলাইট ছবিতেও নদীর জলের লাল রং ফুটে উঠেছে। ঘটনার পর দুদিন কেটে গেলেও স্থানীয় প্রশাসন বুঝতে পারছে না যে ঠিক কী করা উচিত।পুতিন ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন।