এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সাজু মিয়া (৩৫) কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোর ৫টার দিকে দাঁতভাঙ্গা সীমান্তের ১০৫৭ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোররাতে একদল গরু চোরাকারবারি কাঁটাতারের উপর দিয়ে আরকির মাধ্যমে গরু পারাপার করছিল। এসময় ভারতের কুকুরমারা বিএসএফ তাদের ধাওয়া করলে সাজু মিয়া দা দিয়ে বিএসএফকে আঘাত করে। একপর্যায়ে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়েক কর্ণেল এবিএম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে পত্র পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।