লক’ডাউন (Co’rona’viru’s Lockdown) জারি হওয়ার পর থেকেই বন্ধ খেলা। সেই থেকেই ঘরে
বসে ভা’রতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তবে আর পারলেন না, শুক্রবার বিরাট কোহলিকে তাঁর মুম্বইয়ের বাসভবনে দৌড়তে
দেখা গেল। তাঁর ইনস্টাগ্রাম পেজে কয়েকটি ভিডিয়োতে কোহলিকে আবাসনের ছাদে সবুজ গালিচায় দৌড়তে দেখা যায়।তবে শুধু দৌড়নো নয়, স্ত্রী’ অ’নুষ্কা শর্মা’র সঙ্গে তাঁকে ক্রি’কেট খেলতেও
দেখা যায়। দেখে মনে হচ্ছে যে ভা’রতীয় অধি’নায়ক গলি ক্রিকেট সময় কাটিয়ে আবারও নিজেকে চা’ঙ্গা করে তুলছেন। কোহলি সর্ব’শেষ নিউ’জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে
খেলেছেন।কোহলির এক ফ্যান একটি ভিডিয়ো টুইট করেছেন। সেই ভিডিয়োতে কোহলিকে স্ত্রী’ অনু’ষ্কার সঙ্গে গলি ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে। সম্ভ’বত দৌড় শেষ করে কোহলি ব্যাট ও
বল হাতে নামেন। ভিডিয়োতে কোহলিকে প্রথমে ব্যাট করা অ’নুষ্কাকে বল করতে দেখা যাচ্ছে। পরে তিনি অনুষ্কাকে বল করতে বলেন ও গ্লা’ভস ব্যাট হাতে নামেন।
ভিডিওটি দেখু’ন এখানে ক্লিক করে
আ’শ্চর্যের বিষয় হল, অনু’ষ্কার প্রথম বলটি ছিল বাউন্সার,
যা কোহলি ভালো ডিফেন্ড করেছিলেন। তারপরেও অ’নুষ্কা একটি বা’উন্সার দেন,
কিন্তু সেটি একেবারে ওয়াইড ছিল। তবে ৩১ বছর বয়সী বিরাট কোনওরকমে সেই বলটি খেলেন।