ভারতে ছড়িয়ে পড়েছে ক’রোনাভা’ইরাসে। ক’রোনা ঠে’কাতে জারি করা হয়েছে লকডাউন। এমন পরিস্থিতিতে দেশটির পশ্চিমবঙ্গের হাওড়ার উলু’বেড়িয়া পৌরসভায় ব্রেন টিউমারে আ’ক্রান্ত এক বৃ’দ্ধ মা’রা যান।ক’রোনা আ’তঙ্কে সেই মৃ’তদেহ সৎকারের অনুমতি দিচ্ছিল না উলুবেড়িয়া পৌরসভার কয়েকটি ওয়ার্ডের শ্মশান কর্তৃপক্ষ। বিভ্রান্ত হয়ে পড়েছিলেন মৃ’তের ছেলে।
ল’কডাউনে আত্মীয়েরাও আসতে পারছিলেন না। কিন্তু তিনি পাশে পেয়ে যান মু’সলমান সম্প্রদা’য়ের কয়েকজনকে। এক ব্যক্তি তো মাথায় টুপি পরেই নেমে পড়েন কাজে।
এ’তো প্রশংসার কোনো কারণ দেখছেন না তন্ময়ের শ্মশান-সঙ্গী সিজবেড়িয়ার শেখ ইলিয়াস, শেখ ইউনিস আলিরা। বলেন, তারা আমাদের পাড়ার লোক। এমন পরিস্থিতিতে নিজের লোকেরা আসতে পারেননি। আমরা ছাড়া আর কাকে পাশে পাবেন তারা। এখানে সম্প্রদায় কোনো বি’ষয় নয়। মানুষের পাশে দাঁড়ানোটাই বড় কথা।