ল’কডাউনে স্বামী বাড়ি ফিরতে না পারায় দুশ্চিন্তায় গায়ে আ’গুন লাগিয়ে আত্মহ’ত্যা করেছেন এক গৃহবধূ।আত্মঘা’তী ওই নারীর নাম জয়শ্রী (২৫)। তিনি ওই বস্তিতে শাশুড়ির সঙ্গে থাকতেন।জিনিউজ জানিয়েছে, দুবছর হলো জয়শ্রীর বিয়ে হয়েছে। স্বামী হায়দরাবাদে এক হোটেলে কাজ করেন। সাত মাস আগে হায়দরাবাদ গেছেন।
এ’র মধ্যে একবারও আসার সুযোগ পাননি তার স্বামী। তার ও’পর টানা লকডাউন পড়ে যাওয়ায় তার আসা কার্যত অনিশ্চিত হয়ে পড়ে।জয়শ্রীর বাবা ধনিরাম শৈব জানান, জামাই বাড়ি না আসায় বেশ কিছু দিন ধরে চিন্তিত ছিল তার মেয়ে। মেচ বস্তিতে শাশুড়ি ও জয়শ্রী একসঙ্গে থাকতেন।
শাশুড়ি এ’কটু বাইরে যেতে গায়ে আ’গুন ধরিয়ে দেয় জয়শ্রী।তার কথায়, জামাই না আসতে পারায় দুশ্চিন্তায় ভুগছিলেন। সে জন্য তিনি আত্মহ’ত্যা করতে পারেন।
অগ্নিদ’গ্ধ অবস্থায় জয়শ্রীকে মালবাজার হাসপাতালে নিয়ে গেলে মৃ’ত ঘোষণা করেন চিকিত্সকরা। লা’শ ম’য়নাত’দন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহ’ত্যা না খু’ন খতিয়ে দেখছে পুলিশ।