স’রকার লকডাউন খুলে দিয়ে গণসং’ক্র’মণের সুযোগ সৃষ্টি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাস’চিব রুহুল কবির রিজভী ।রোববার (১০ মে) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় এ কথা বলে তিনি।রিজভী বলেন, মানুষের কী হবে স’রকার সে চিন্তা না করে লকডাউন খুলে দিয়েছে। দোকানপাট খুলে দিয়েছে।
চা’র মাস মানুষকে খাওয়ানো যেত। এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যেত। কিন্তু স’রকার সেদিকে যায়নি। স’রকারের টাকা দরকার। মানুষের জীবন বেঁচে থাকার স’রকারের কাছে গুরুত্বপূর্ণ নয়।দু’র্যোগ ম’হামা’রির সঙ্গে দুর্ভিক্ষের সম্পর্ক রয়েছে মন্তব্য করে রিজভী বলেন, দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। রংপুর কুড়িগ্রামসহ দেশের অন্যান্য স্থানে মানুষ খাদ্যের জন্য বি’ক্ষো’ভ করছে। ত্রাণের ট্রাক আ’টকে দিচ্ছে, লু’ট করছে।
ক’খন মানুষ এই কাজ করে যখন পেটের মধ্যে ক্ষুধায় দাউ দাউ করে আ’গুন জ্ব’লে। তখন মানুষ এরকম পরিস্থিতি সৃষ্টি করে। এইরকম পরিস্থিতিতে মানুষের টাকায় কেনা ত্রাণ গরীব অসহায় মানুষকে না দিয়ে আওয়ামী লীগের লোকেরা আত্মসা’ৎ করছে।