স’রাসরি সাক্ষাৎকার দিতে টেলিভিশন ক্যামেরার সামনে বসেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ঠিক এমন সময় মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সোমবার (২৫ মে) এ ঘটনা ঘটে।যু’ক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জ’রিপে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে নিউজিল্যান্ডের উত্তর ওয়েলিংটন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে লেভিন শহরের পাশে অনুভূত ভূমিকম্পটির উৎসস্থল ভূ-পৃষ্ঠ থেকে ৫২ কিলোমিটার গভীরে।
স’কালে নাশতার সময় ওয়েলিংটনে পার্লামেন্ট ভবন থেকে অকল্যান্ডভিত্তিক ‘এএম শো’র উপস্থাপক রায়ান ব্রিজকে সাক্ষাৎকার দিচ্ছিলেন আরডার্ন। এ সময় বসা অবস্থায় ভূমিকম্পে কেঁপে ওঠেন তিনি, সেটিও লাইভে সম্প্রচারিত হয়ে যায়।ভৌগোলিক দিক থেকে নিউজিল্যান্ডের অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অববাহিকার ভূমিকম্পের জন্য ঝুঁ’কিপূর্ণ ‘রিং অব ফায়ার’ অঞ্চলে।
ও’খানে মহাদেশীয় টেকটোনিক প্লেটগুলোর সংযোগস্থল। বছরে দেশটিতে ১৫ হাজারের বেশি’বার ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। তবে এর মধ্যে ১০০-১৫০ ভূমিকম্পই টের পাওয়া যায়।দেশটিতে ভ’য়াবহ ভূমিকম্প হয় ২০১১ সালে। ক্রাইস্টচার্চে ৬.৩ মাত্রার ওই ভূমিকম্পে ১৮৫ জন মানুষের মৃ’ত্যু হয়েছিল। দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৭.৮ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়গত ২০১৬ সালে।