লা’ল তরল’ ভর্তি বোতল মে’রেছে তরুণী, দো’কান বন্ধ।
১৮ থে’কে ২৫ বছর বয়সী এক নারীকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন পুলিশ। জানা গেছে, ওই নারী বোতলে প্রস্রাব করে তা ট্যাকো বেল নামক ফাস্টফুডের একটি দোকানের বাইরে থেকে জানালা দিয়ে ভেতরে ছুঁড়ে মেরেছেন।দোকানের ব্যবস্থাপক সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।
তা’দের অভিযোগ, ওই নারী বোতলের মধ্যে মল-মূত্র মিশিয়ে দোকানে নিক্ষেপ করেছেন।গত সপ্তাহের ওই ঘটনায় জর্জিয়ার দোকানটি বন্ধ করে দেওয়া হয়। জানা গেছে, ওই নারীর চোখে ছিল রোদ চশমা।
প’রনে ছিল লম্বা সাদা জামা এবং তার চুলও লম্বা। তবে সিসিটিভি ক্যামেরায় তাকে স্পষ্টভাবে দেখা যায়নি।
Facebook Comments