ধা’নক্ষেত থে’কে এক কিশোরের ম’রদেহ উ’দ্ধার করা হয়েছে। একইসঙ্গে ওই কিশোরের প্রেমিকাকে একটি হি’জড়া প’ল্লী থেকে উ’দ্ধার করার পাশাপাশি নি’হতের দুই বন্ধুকে আ’টক করেছে পুলিশ।
পুলিশ ব’লছে, মা’দক সে’বনের পর ওই কিশোর অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার কথা বলে নিয়ে গিয়ে ধা’নক্ষেতে ফে’লে দেয় দুই বন্ধু।জানা গেছে, বুধবার (১৮ মে) রাতে দিনাজপুর শহরের রামনগরের মা’নিকপীর নামক এলাকায় একটি বাড়িতে আ’নন্দ-ফুর্তির আয়োজন করে আরিফুল (১৮) ও তার বন্ধুরা।
সে’খানে পাঁচ বন্ধু’র সঙ্গে ফেনসিডিল ও জুস পান করে অ’চেতন হ’য়ে পড়ে আরিফ। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার নাম করে মোটরসাইকেলেসহ লা’পাত্তা হয়ে যা’য় তার দুই বন্ধু।খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ মে) ভোরে রেশমাকে উ’দ্ধার করে কোতয়ালি পুলিশ।
অ’ন্যদিকে স’কালে নয়’নপুর এলাকার ধানক্ষেতে অ’জ্ঞাত যুবকের মৃ’তদেহ পড়ে থাকার খবর পেয়ে পু’লিশ লা’শ উ’দ্ধার করে।পরে রেশমার কাছে আরিফুলের শা’রীরিক এবং পোশাকের বিবরণ মিলিয়ে অ’জ্ঞাত লা’শের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।হ’ত্যার নে’পথ্যের পুরো কারণ উদঘাটনের পাশাপাশি লুৎফর রহমান এবং বিপ্লব ডন নামে দুই বন্ধুকে গ্রে’ফতার করে পুলিশ।
এছাড়াও জি’জ্ঞাসাবাদের জ’ন্য শাওন নামে আরেক বন্ধুকে আ’টক করা হয়েছে।পরে ঘটনাস্থল মা’নিকপীরের ওই বাড়ি তল্লা’শি করে আরিফুলের পরনের প্যা’ন্ট এবং জুতাসহ আলামত উ’দ্ধার করা করা হয়। দুপুরে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল ক’লেজের ম’র্গে লা’শের ম’য়নাত’দন্ত করা হয়েছে।
দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (ত’দন্ত) বজলুর রশিদ এ’সব ত’থ্য নিশ্চিত করেছেন। নি’হত আরিফুল ইসলাম (১৮) সদর উপজে’লার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের ওহাব উদ্দিনের ছেলে।প’রিদর্শক (ত’দন্ত) বজলুর রশিদ জানান, ন’য়নপুর এলাকায় ফসলি জমিতে এক যুবকের লা’শ পড়ে থাকার খবর পেয়ে সকাল ৮টায় অ’জ্ঞাত প’রিচয় হি’সেবে আরিফুল ইসলামের লা’শ উ’দ্ধার করা হয়।
এর আগে আ’রিফুলের প্রে’মিকা রেশমা আক্তার সিফাকে বা’ঙ্গীবেচার ঘাট এলাকার হিজড়া পল্লী থেকে উ’দ্ধার করা হয়। পরে তা’রা জানতে পারেন ওই মে’য়ের বাড়ি ঘোড়াঘাট উপজে’লার কালিতলা এলাকায়।