লিবিয়ার বিদ্রোহী সা’মরিক কমান্ডার খলিফা হাফতার দেশটির রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষে’পণাস্ত্র হা’মলা চা’লিয়েছেন। ত্রিপোলির ‘মুয়াইতিকা’ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বেশ কয়েকটি ক্ষে’পণাস্ত্র নি’ক্ষেপ করে হাফতার বাহিনী।
হা’মলায় কয়েক ব্যক্তি হ’তাহত হওয়ার পাশাপাশি এতে বিমানবন্দরের তেলের ভাণ্ডারে আ’গুন ধরে যায়। পরে অগ্নিনির্বাপন বিভাগের কর্মীরা আ’গুন নিয়ন্ত্রণে আনে।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই সহিং’সতা আর বিভক্তিতে জর্জরিত হয়ে আছে লিবিয়া। গত প্রায় পাঁচ বছর ধরে দেশটিতে সক্রিয় রয়েছে দুটি স’রকার।
সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে মতবি’রোধের জে’র ধরে তার পুরো শাসনামল আমেরিকায় কাটিয়ে দেন সাবেক সে’না কর্মকর্তা জেনারেল হাফতার; ২০১১ সালে গাদ্দাফি নি’হত হওয়ার পর দেশে ফেরেন তিনি।