লেবাননের রা’জধানী বৈরুত বন্দরের ভয়ঙ্কর সেই বিস্ফোরণের ৫ দি’ন পর তাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। আজ সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমপি সামাজিক যো’গাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য দিয়েছেন।
ক্ষ’তিগ্রস্তদের সাহায্য করতে বাংলাদেশ থেকে পা’ঠানো হয়েছে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। শাহরিয়ার আলম কয়েকটি ছবিসহ ফেসবুকে লিখেন, ‘বাংলাদেশের বন্ধুত্বের নিদর্শন লেবাননের বৈরুতে পৌঁছেছে।’
এর আগে গত ৪ আগস্ট বিকাল ৬:০৭মিনিট হঠাৎ বি’কট শ’ব্দে পুরো লেবানন ভূমিকম্পের কেঁপে উঠে। ভয়াবহ বিস্ফোরণের পর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে গিয়েছিল বহুদূর।
কা’লো ধো’য়ায় অন্ধকার হয়ে যায় পুরো শহর। এরপর মহূর্তেই লন্ডভণ্ড সব। বাসা বাড়ির কাঁচগুলো যেন বৃষ্টির মতো ভেঙে পড়ছে। এতে অসংখ্য মানুষের প্রাণহানি এবং হতাহতের ঘটনা ঘটে।