“মাঘের শীতে বাঘে পালায়”
‘মাঘ’ হাড় কাঁপানো শীতের মাস আর এই শীতে “শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা আর বিবেকের তাড়নায়,মানুষিক শান্তির প্রত্যায় নিশিরাতে শীত বস্ত্র নিয়ে ছুটে চলেন মানবাধিকারকর্মী মোঃ রফিকুল ইসলাম।গতকাল রাতে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই তিনি তার সংগটনের সভাপতি, সহকর্মীকে নিয়ে শহরের রেলষ্টেশন, পুরাণথানা, হাসপাতাল রোড, গাইটাল বাসষ্টান্ড, বড়পুল এলাকায় প্রকৃত অসহায় মানুষদের মাজে শীতের সোয়েটার বিতরণ করেন।
মানবাধিকার কর্মী রফিক বলেন আমরা যখন শীতের কাপড় পড়ে আরামে ঘুমাই তারা তখন অসহায় মানুষরা শীত নিবারনের জন্য তাকিয়ে থাকে সমাজের বিত্তশালীদের দিকে। তাই দয়া করে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানাই অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য।