বা’ড়ির পরিচারিকাকে চুমু খাওয়ার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রাকে মারধর করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। শিল্পা শেঠি নিয়মিত মজার মজার ভিডিও বানিয়ে আপলোড করেন।
স’ম্প্রতি ইনস্টাগ্রামে এমনি একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।ভিডিওতে দেখা যায়, ঘর গোছাচ্ছেন শিল্পা। এ সময় চুমু খেতে চাইছেন তার স্বামী।
কি’ন্তু শিল্পা বলেন, এখন কাজের সময় এসব করো না।এরপরই স্বামীকে মারধর শুরু করেন শিল্পা শেঠি। এই মজার ভিডিওতে কাজের মেয়েটিও সেজেছেন শিল্পা নিজে।
শে’য়ার করে শিল্পা লেখেন, ‘নজর হাটি, দুর্ঘটনা ঘটি। সাচ্চাই পাতা চলনে পর, পিট গেয়ে হামারে পতি।