ন’ভেল ক’রোনাভা’ইরাসেজনিত ‘বৈশ্বিক ম’হামা’রিকে চিরতরে শেষ করার জন্য’ আরো ১৫ দিনের লকডাউন জা’রি করতে চান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
ল’কডাউনের স’ময়সীমা বাড়ানোর বি’ষয়টি পার্লামেন্টকে অনুমোদন দেওয়ার আহ্বান জানাবেন তিনি।এক সংবাদ স’ম্মেলনে গতকাল রোববার স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কী করতে যাচ্ছি, তা প্রায় ঠিক করে ফে’লেছি।’
এ স’ময় স্পেনে নতুন ক’রে ক’রোনাভা’ইরাসেের সং’ক্র’মণ অনেক কমে যাওয়ায় অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন পে’দ্রো সানচেজ।
বিশ্বে ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত দে’শগুলোর মধ্যে স্পেন অন্যতম। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আগামী ২১ জু’নের পর থে’কে স্পেনে জরুরি অবস্থাসহ লকডাউন তুলে নেওয়া হবে। এর ফলে দেশটির বাসিন্দারা নি’জ নিজ এলাকায় বিনা বা’ধায় চলাফেরা করতে পারবেন। এরপর আগামী ১ জুলাই থেকে দেশটির জনগণ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করতে পারবেন।