মা’শরাফী বি’ন মো’র্ত্তজার অবসর নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। বি’ষয়টি নিয়ে এত দিন একেবারেই চুপ ছিলেন বাংলাদেশ দলের সাবেক এই সফল অধিনায়ক। অবশেষে নিজের অবসর র’হস্য নিয়ে মুখ খুললেন নড়াইল এক্সপ্রেস।গতকাল বুধবার রাতে ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ফেসবুক লাইভে মাশরাফী অবসর প্রসঙ্গে বলেন, ‘দেখেন আমার অবসরের ঘটনা আগেও একটা ঘটেছে, টি-টোয়েন্টিতে।
আ’পনাদের (মি’ডিয়া) সামনে এসে কোনো কথা বলিনি। তখন সবকিছু আমার পক্ষেই ছিল। এখন তো কিছুই আমার পক্ষে নেই, তাই এতকিছু বলার নেই।’এরপর পুরো বি’ষয়টি ব্যাখ্যা করে দেশের সফল অধিনায়ক বলেন, ‘আমি বিশ্বকাপের শেষ ম্যাচে অবসর নিতে চেয়েছিলাম। হ্যাঁ! চেয়েছিলাম। তখন একটা কথা এসেছিল যে, এভাবে না হোক, সুন্দরভাবে হোক অবসর।
দে’শে আ’সার প’র জেনেছি, জিম্বাবুয়েকে এনে একটা ম্যাচ আয়োজন করা হবে। যাতে দুই কোটি টাকা খরচ হবে।কিন্তু একটা ম্যাচের জন্য দুই কোটি টাকা মাশরাফী ডিজার্ভ করে না। যেখানে প্রথম শ্রেণির ক্রিকে’টের এই অবস্থা, সেখানে একটা ম্যাচের জন্য এত টাকা আমি প্রাপ্য নই। তাই আমি তখন অবসর নেইনি।
এ’রপর হয়তো আস্তে আস্তে চিন্তাভাবনায় পরিবর্তন আসে।’মাশরাফী আরো বলেন, ‘আমি অবসর নিতে চাইনি বা নেব না এমনটা যদি কেউ দাবি করে তাহলে সামনাসামনি বসতে হবে।
আ’র ওইসময় জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচের প্রস্তাব কেন নেইনি সেটাও এখন বললাম।এসব জিনিসও আমার মাথায় এসেছে। এখানে জেদ বি’ষয়টা ঠিক না। তবে এসব জিনিস মাথায় কাজ করেছে। আর আমাকে যে মাঠ থেকেই অবসর নিতে হবে, এমন কোনো প্রয়োজনীয়তাও দেখছি না।’
এ’কই স’ঙ্গে ক্রি’কেট বোর্ডের প্রতিও সম্মান জানান মাশরাফী, ‘আসলে বোর্ডের সঙ্গে যেটা হয়েছে সেটা পুরো ভু’ল বোঝাবুঝি। আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন, আবার বোর্ডেও জিজ্ঞেস করেছে, মাঝে একটা দূরুত্ব চলে এসেছিল।
ত’বে পা’পন ভাই (নাজমুল হাসান পাপন) কিন্তু সবসময় আমার সঙ্গে কথা বলেছেন, আমার চিন্তার কথা জানতে চেয়েছেন। তাই বলতে পারি বোর্ডের পক্ষ থেকে আমাকে যথেষ্ঠ সম্মান দেওয়া হয়েছে।’