গত ১১ এবং ১২ আগষ্ট জাতীয় অনলাইন পোর্টাল newsmonitor24.com এ “কিশোরগঞ্জে বাস মালিক ও শ্রমিকদের কাছে যাত্রীরা অসহায়” শিরোনামে এবং kolom24.com এ “কিশোরগঞ্জে পরিবহন মালিক শ্রমিকদের মিশ্র প্রতিক্রিয়ায় যাত্রীরা বন্দি” শিরোনামে এবং জাতীয় দৈনিক খোলা কাগজে নিউজ প্রচার করা হয়। নিউজ প্রচারের পর জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী’র নির্দেশনায় ১৩ আগষ্ট কালেক্টরেটের দুইজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুর রহমান সাহেল ও শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন কিশোরগঞ্জ জেলা পুলিশের একাধিক দল এবং বিআরটিএ, কিশোরগঞ্জ।
এ সময় শহরের বড়পুল ও গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন ও সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আাদায়ের অভিযোগে বিভিন্ন বাসের মালিক ও চালককে মোট ৭টি মামলায় ২৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
কিশোরগঞ্জে বাস মালিক ও শ্রমিকদের কাছে যাত্রীরা অসহায়
এছাড়াও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরবাইক চালানোর অপরাধে এবং মাস্ক ছাড়া গণপরিবহনে চলাচল করায় ৩টি মামলায় ৯ শত টাকা অর্থদণ্ড করা হয়।
প্রশাসনের নজরদারি থাকলে সাধারণ যাত্রীগণ বাস মালিক ও প্রমিকদের জিম্মি হওয়া থেকে মুক্তি পাওয়া যাবে বলে মনে করেন যাত্রীগণ।