স’ন্তানেরা ফেলে যাওয়া মায়ের ক’রোনা ভা’ইরাস পাওয়া যায়নি….
সাভারে ক’রোনা ভা’ইরাস স’ন্দেহে ফেলে যাওয়া সেই নারী (৭৫) ক’রোনায় আ’ক্রান্ত নন। আই’পি’এইচ এর প্রাথমিক পরীক্ষায় ওই নারীর
ক’রোনা রি’পোর্ট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন সাভার উপজেলার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য
ও পরিবার পরিকল্পনা কর্ম’কর্তা ডা. নাজমুল হুদা মিঠু।করোনা আক্রান্ত এমন স’ন্দেহে অসহায় এক মাকে ফেলে রেখে গেছেন তার পেটের সন্তানেরা। আমরা আতঙ্কে আছি। আপনারা দ্রুত এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।
এলাকাবাসীর কাছ থেকে ১৮ এপ্রিল শনিবার রাতে এমন ফোন পেয়ে তাৎক্ষণিক হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় ছুটে গিয়েছিলেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।পরম যত্ন
আর মমতা নিয়ে ওই নারীকে মা সম্বোধন করে ব্যক্তিগতভাবে তার সকল দায়িত্ব নিয়েছিলেন তিনি।সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নি’র্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম’কর্তা ডা.মোহাম্মদ সায়েমুল হুদা এর
আগে জানিয়েছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ক’র্মকর্তা ও ক’র্মচারী আজ থেকে এই মায়ের স’ন্তান। এরপর থেকেই অসংখ্য সন্তানের মা হয়ে যান ওই নারী।…..