স’পরিবারে ম’হামা’রি ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সং’সদ সদস্য মো. মো’স্তাফিজুর রহমান। তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক মেয়ের জামাই ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন।
এ’ছাড়াও আ’ক্রান্তের তালিকায় আছেন এমপির এপিএস এবং তিন গৃহকর্মীও। মোস্তাফিজুর রহমানের এপিএস একেএম মোস্তাফিজুর রহমান রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘২৫ মার্চ সা’ধারণ ছুটি ঘোষণার পর থেকে গাড়িচালকদেরও ছুটি দেয়া হয়।
বা’সায় মা’নুষের যাওয়া-আসাও সীমিত করা হয়। স্যার তেমন কোনো মিটিং-সেমিনারেও যোগ দেননি। এমপি নিজে এবং পরিবারের কোনো সদস্য বাসা থেকে তে’মন বেরও হননি। শুধু ১৪ মে জে’লা প্র’শাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে যোগ দেন।
এর আ’গে এ’প্রিলের শেষ দিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির আহ্বানে চট্টগ্রাম সার্কিট হাউসের একটি সভায় যোগ দিয়েছিলেন। এছাড়া নিজের এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নি’য়েছিলেন, তবে তা ১৪ এপ্রিলের আগ পর্যন্ত।
স’বমিলিয়ে সা’মাজিক দূরত্ব বজায় রাখা এবং সব ধরনের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেই ছিলেন তিনি। এরপরও ক’রোনায় আ’ক্রান্তের হিসাব মেলাতে পারছেন না তারা।’রাসেল বলেন, ‘ঈদের আগে নিজ এলাকা বাঁ’শখালীতে গে’লেও বাড়িতে লোকজনের ভিড় হওয়ার শঙ্কায় পুনরায় শহরে ফিরে আসেন এমপি মোস্তাফিজুর রহমান।
ঈ’দ ক’রেছেন শহরেই। তবে ঈদের সময় বাসায় বেশ কিছু সংখ্যক অতিথি এসেছিলেন। যদিও অতিথিদের সাথে সা’মাজিক দূরত্ব বজায় রেখেই কথা বলেছিলেন এমপি।
’তিনি আ’রো ব’লেন, ‘আল্লাহর রহমতে স্যার (এমপি) ভালো আছেন। পরিবারের সবাই ভালো আছে। আমরাও ভালো আছি। সিভিল সার্জন মহোদয় খোঁজ-খবর রাখছেন। পরিবারের সবাই সিভিল সার্জনের পরামর্শ মেনে চলছেন