ভারতে ক’রোনা আ’ক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লকডাউনের দু মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে ক’রোনা আ’ক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি।
পাশাপাশি বেড়েছে মৃ’ত্যুর সংখ্যাও। আর সেই সঙ্গে ক’রোনা ভাই’রাস সং’ক্র’মণের ভ’য় জাঁকিয়ে বসছে ভারতের বুকে।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ক’রোনা ভাই’রাসে আ’ক্রান্ত হয়েছে ৯,৮৮৭ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃ’দ্ধি।
রোজই এই ভাই’রাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। এই বৃ’দ্ধির জেরে ক’রোনা ভাই’রাসে আ’ক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন।
বিশ্ব সং’ক্র’মণের নিরিখে ইতালিকে ছাড়িয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যু হয়েছে আরও ২৯৪ জনের। এর জেরে মোট মৃ’তের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৬৪২।
এখনও পর্যন্ত ক’রোনায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৭২। এশিয়ার মধ্যে ক’রোনা আ’ক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত।
ভারতের মধ্যে সব থেকে উ’দ্বেগজনক জায়গা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ৷ স’রকারি হিসেবে ম’হারাষ্ট্রে আ’ক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২২৯ আর মৃ’ত্যু হয়েছে ২,৮৪৯ জনের৷
আ’ক্রান্তের সংখায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে এখনও মোট আ’ক্রান্তের সংখ্যা ২৮,৬৯৪ আর মৃ’ত্যু হয়েছে ২৩২ জনের।
এর প’রেই রয়েছে দিল্লি, এ রাজ্যে আ’ক্রান্ত ২৬ হাজার ৩৩৪ জন। আর মৃ’ত্যু হয়েছে ৭০৮ জনের। গুজরাটের আ’ক্রান্তের সংখ্যা ১৯,০৯৪ আর মৃ’ত্যু হয়েছে ১,১৯০ জনের।