প’রিকল্পনা করে পালা করে একে অপরের স্ত্রীকে ধ’র্ষণ করে আসছিলেন চার বন্ধু। বি’ষয়টি জানাজানি হওয়ার পর আরও চারজন বন্ধুর কাছেও নিজেদের স্ত্রীদের তুলে দেয়া হয়। তারাও ধ’র্ষণ করেন।
এ’মনই একটি অবিশ্বাস্যকর ঘটনা ঘটেছে সিঙ্গাপুরে। এ ঘটনায় একটি মা’মলাও হয়েছে। সেখানকার আ’দালত এই মা’মলার শুনানির সময় ওই চার নারীর নাম গো’পন রাখার প্রাথমিক শর্ত দিয়েছেন।আ’দালতে নারীরা জানিয়েছেন, তারা দিনের পর দিন নিগৃহীত হয়েছেন।
তা’দের সুরক্ষা দেয়া আ’দালতের প্রথম দায়িত্ব।২০১০ সাল থেকে পর্যায়ক্রমে এই ধ’র্ষণের ঘটনা ঘটছেভ। আ’দালত জানায়, চার বন্ধু এমনভাবেই রুটিন বানাতেন যে একসঙ্গে তারা এক বাড়িতে গিয়ে যার বউ তিনি ছাড়া আর তিনজন সেই বাড়িতে থাকত।সিঙ্গাপুর হাউজিং অ্যান্ড ডেভলপমেন্ট বোর্ডে ২০১৪ সাল পর্যন্ত এই ঘটনা ঘটে।