যুক্তরাষ্ট্রে কৃ’ষ্ণাঙ্গ হ’ত্যার বিচার চেয়ে চলমান আন্দোলনে সাংবাদিকদের ও’পর দেশটির পুলিশ প্রায় ৯০ বার হা’মলা চা’লিয়েছে। পুলিশ সরাসরি এক সাং’বাদিককে রাবার বু’লেট ছু’ড়ে মে’রেছে।
আ’র গবণমাধ্যমের প্রতি সহিং’সতা এ সকল ঘটনার জন্য ঢাকাস্থ মা’র্কিন দূ’তাবাসকে সাংবাদিকদের (গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে) প্রশ্ন করা উচিত বলে মন্তব্য কবরেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বি’ষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।মঙ্গলবার নিজ ফেরিফাইড ফেসবুক পেজ থেকে বিবিসি’র একটি খবর শেয়ার করে তিনি এই মন্তব্য করেন।
বি’বিসির খব’রে বলা হয়, অসংখ্য সাংবাদিক বি’ক্ষো’ভের খবর কাভার করছে যুক্তরাষ্ট্রে। এদের অনেকেই দে’শটির নিরাপত্তা বাহিনীর টিয়ার গ্যাস, রাবার বু’লেট এবং মরিচ গুঁড়া নি’ক্ষেপের শি’কার হন।
নি’জেদের সাং’বাদিকতার পরিচয়পত্র দেখানোর পরও পুলিশ তাদের ও’পর হা’মলা চা’লায়।বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সারা সপ্তাহজুড়ে ক’য়েক ডজন সাংবাদিক ও মিডিয়া কর্মীর ও’পর হা’মলার ঘটনা ঘটেছে।
দে’শটির প্রে’স ফ্রিডম ট্রাকার নামে বেস’রকারি একটি সংস্থা জানিয়েছে, গত তিন দিনে সাংবাদিকদের ও’পর এমন ৯০টি হা’মলার ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্র ব’রাবরই বাং’লাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তাদের কূটনীতিকদের মাধ্যমে বার্তা প্রেরণ করে আসছে। সম্প্রতি দেশটিতে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বিভিন্নভাবে বা’ধা দে’য়ার বেশ কিছু ঘটনা ঘটলেও বি’ষয়টি নিয়ে কোন ব্যবস্থাপনা গ্রহণ না করায় দেশটির স্বপ্রণোদিত ‘গণমাধ্যমের স্বাধীনতার বার্তা’ প্রশ্নবিদ্ধ হচ্ছে বিশ্ব জুড়ে।
স’ম্প্রতি চীন এবং ইরানও যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।