আও’য়ামী লী’গের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে করো’না পরিস্থিতি অবনতিশীল। এ অবস্থায় শেখ হা’সিনা স’রকার জনস্বার্থে ও জনস্বাস্থ্য রক্ষায় কিছু পদক্ষেপ নিয়েছে এবং নিতে যাচ্ছে। সংক্রমিত, সংক্রমণপ্রবণ এলাকা চিহ্নিত করে শিগগিরই কিছু পদক্ষেপ ঘোষণা করা হবে।
জ’নগণকে ধৈ’র্যের স’ঙ্গে সরকারি সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানাচ্ছি। উদাসীনতা নয়, ক্ষণিকের অবহেলায় পরিস্থিতি ভ’য়াবহ করে তুলছে। এখন থেকে সাবধান না হলে আগামী দিনগুলো আরও ভ’য়ংকর হতে পারে।
সোমবার রা’জধানীর সং’সদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
সরকারি ও বে’সরকারি হা’সপাতা’লে কর্ম’রতদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা করো’নাযোদ্ধা। করো’না ও অন্যান্য রোগীর প্রতি মানবিক হবেন। ইতোমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে মৃ’ত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে।
তাই আ’পনারা মা’নবিক ও সহানুভূতিশীল হবেন, এটাই আশা করি।তিনি বলেন, এই সংকট’কালে ক’লকারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে। এটি হবে এই সময়ে ম’রার ওপর খাঁড়ার ঘায়ের মতো। আমি বিজিএমইএসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহ্বান জানাচ্ছি।
অসহায় মা’নুষগুলোর প্র’তি ভালোবাসা, আপনারা সহম’র্মী ও সমব্যথী হয়ে সিদ্ধান্ত নেবেন, আশা রাখছি। এই শ্র’মিকরা সুদিনে আপনাদের মুনাফা এনে দিয়েছেন। দুর্দিনে তাদের দূরে ঠেলে দেবেন, এটা হয় না।
ছাঁ’টাইয়ের মতো অ’সন্তোষ উদ্বেগকারী সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান জানাচ্ছি। এ ব্যাপারে শ্রমিক, মালিক ও মমেম্বার’ ন্ত্রণালয় নিজেদের মধ্যে আলোচনা করে বাস্তবসম্মত মানবিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করি।স’ড়ক পরিবহনমন্ত্রী বলেন, গণপরিবহনে দূরপাল্লার অ’ভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অ’ভিযোগ পাওয়া যাচ্ছে।
আমি মা’লিক, শ্র’মিকদের পাশাপাশি যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা স্বাস্থ্যবিধি মে’নে চলুন এবং বাড়তি ভাড়া দেবেন না। পাশাপাশি মালিক ও শ্রমিকদের আহ্বান জানাচ্ছি, আপনারা বাড়তি ভাড়া নেবেন না।
আ’পনাদের দে’য়া প্রতিশ্রুতি রক্ষা করবেন, এটাই আশা করি।মন্ত্রী বলেন, আমাদের খাদ্যনিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। পর্যাপ্ত খাদ্য মজুত আছে। তবুও আ’সন্ন প’রিস্থিতি ও সংকট মোকাবিলায় আবাদি জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী চাষাবাদ না করে ফেলে না রাখার আহ্বান করছি।
প্রতি ই’ঞ্চি ভূ’মিকে চাষাবাদের আওতায় আনুন। বাড়িঘরের পাশের জায়গায় সবজি চাষ করুন। ঘ’রের ফ’সল বিপদে মনোবল বাড়াবে।তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সচেনতা ও সুরক্ষার দুর্গ গড়ে তুলতে হবে।
আ’পনারা স’রকারের সিদ্বান্তগুলো বাস্তবায়নে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ এই সংকট মো’কাবিলা ক’রে চিরচেনা সজীবতায় ফিরে আসব। সংকটের মেঘ অচিরেই কে’টে যাবে সবার সম্মিলিত প্রচেষ্টায়।
আ’ওয়ামী লী’গের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের স্বাস্থ্যবিধি মেনে মানুষের পাশে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার আহ্বান করছি।