পা’কিস্তানের সা’বেক মন্ত্রী রহমান মালিকের বি’রুদ্ধে ধ’র্ষণের অভিযোগ এনেছেন মা’র্কিন সাংবাদিক তথা ব্লগার সিন্থিয়া ডি রিচি।তার অভিযোগ, ইসলামাবাদে প্রে’সিডেন্ট হাউসে তাকে ধ’র্ষণ করেন রহমান মালিক।
দে’শটির সা’বেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তার গায়ে হাত তোলেন বলেও দাবি করেছেন সিন্থিয়া।নিরপেক্ষ ত’দন্ত হলে, সেই সংক্রান্ত যাবতীয় ত’থ্যপ্রমাণ তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।শুক্রবার ফেসবুক লাইভে সিন্থিয়া এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ‘২০১১ সা’লে পা’কিস্তানের সাবেক অভ্যন্তরীণবি’ষয়ক মন্ত্রী রহমান মালিক আমাকে ধ’র্ষণ করেন। ঠি’কই শুনেছেন। আরও একবার বলছি, রহমান মালিক আমাকে ধ’র্ষণ করেছেন।
’এছাড়া ফে’সবুক পোস্টে সিন্থিয়া জানান, ২০১১ সালে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের বি’রুদ্ধে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অ’ভিযান চা’লায় মা’র্কিন সে’না। তাতে মৃ’ত্যু হয় লাদেনের।
সেই সময়ই ভি’সা নি’য়ে কথা বলতে রহমান মালিকের সঙ্গে তার বাসভবনে দেখা করেন তিনি। সেখানে ঘুমের ও’ষুধ মেশানো পানীয় খাইয়ে রহমান মালিক তাকে ধ’র্ষণ করেন। সেই সময় পাকিস্তানে পিপিপি-র স’রকার ছিল।
সেখানে তা’কে কে’উ সাহায্য করবে না ভেবেই সেই সময় এ নিয়ে তিনি মুখ খোলেননি বলে জানিয়েছেন সিন্থিয়া।তবে অভিযোগ অস্বীকার করেছেন রহমান মালিক। শনিবার তার মু’খপাত্র এ’কটি বিবৃতি প্রকাশ করে বলেন, ‘এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চান না রহমান মালিক।
কিন্তু স’মস্ত অ’ভিযোগ অস্বীকার করছেন তিনি। এই সব অভিযোগের কোনো সত্যতা নেই। রহমান মালিককের ভাবমূর্তি ন’ষ্ট করতেই এই ধরনের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
এক জ’ন বি’শেষ ব্যক্তি ও সংগঠনের নির্দেশ মতো কাজ করছেন ওই মা’র্কিন না’রী।’২০০৯ সালে পর্যটক হিসাবে প্র’থম বার পাকিস্তানে পা রাখেন সিন্থিয়া ডি রিচি।
অল্পদিনের ম’ধ্যেই সে’খানকার রাজনৈতিক মহলে ওঠাবসা শুরু হয় তার।সিন্থিয়ার দাবি, আন্তর্জাতিক মহলে পা’কিস্তানের ভাবমূর্তি যাতে সঠিক ভাবে তুলে ধরা যায়, তা নিয়ে আলোচনা করতে তার সঙ্গে সাক্ষাৎ করেন তথকালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং তার স’রকারের অভ্যন্তরীণবি’ষয়ক মন্ত্রী রহমান মালিক।
পি’পিপি-র জ’নসংযোগ বিভাগের দায়িত্বও সামলেছেন তিনি।এই মুহূর্তে ইসলামাবাদেই রয়েছেন সিন্থিয়া। সেখানে চিত্রনির্মাতা হিসাবে কাজ করেন তিনি। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখিও করেন। ইংরেজির পাশাপাশি সাবলীল উর্দু এবং পাঞ্জাবিও বলতে পারেন তিনি। সূত্র: আনন্দবাজার পত্রিকা।