ক’রোনাভা’ইরাসেের ম’হামা’রির মধ্যে কোভিড-১৯ এ আ’ক্রান্ত নন মর্মে ‘ক’রোনা নেগেটিভ’ সার্টিফিকেট বাণিজ্য চলছে সাভারে। এ ধরনের ব্যবসায় জ’ড়িত থাকার অভিযোগে দুই জনকে আ’টক করেছে পু’লিশ।
তা’দের কা’ছ থেকে বিপুল পরিমাণ ভুয়া সার্টিফিকেট উ’দ্ধার করা হয়েছে। তাদের একজনের নাম সাইদ। আ’টক দুজনের কাছ থেকে উ’দ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সার্টিফিকেট। সাভার মডেল থানার ভারপ্রা’প্ত কর্মকর্তা (ওসি) এসএম সায়েদ আ’টকের এ ত’থ্য নিশ্চিত করেন।
সা’ভার ম’ডেল থানার ভারপ্রা’প্ত কর্মকর্তা (ওসি) এসএম সায়েদ জানান, চাকরির নিরাপত্তা নিয়ে বিভিন্ন তৈরি পোশাক কারখানার কর্মকর্তা ও শ্র’মিকদের আ’তঙ্ককে পুঁজি করে বেশ কিছুদিন ধরেই জালিয়াতির এই ব্যবসা করে আসছিল সংঘবদ্ধ একটি চ’ক্র।
ও’সি জানান, সম্প্রতি দেনিটেক্স নামের একটি তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষের কাছে এ ধরনের বেশ কিছু সার্টিফিকেট আসে। যেটি দেখে তাদের স’ন্দেহ হয়। পরে বি’ষয়টি নিয়ে ত’দন্তে নামে তারা।
কিন্তু উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রারে সার্টিফিকেটধারী কারও নাম তারা খুঁজে পায়নি।সাইদের কাছ থেকে পাওয়া ত’থ্যের ভিত্তিতে আ’রেকজনকে আ’টক করা হয়েছে। তবে ত’দন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না।
আ’টককৃতদের নিয়ে অ’ভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। সাভার উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা বলেন, ক’রোনাভা’ইরাসেের প্রাদুর্ভাবের মধ্যেও সার্টিফিকে’টের ব্যবসার মতো অ’নৈতিক কার্যকলাপে প্র’তারকরা যুক্ত হবে এটা কল্পনাও করিনি। পু’লিশ তাদের আ’টক করেছে। আইনানুগ ব্যবস্থায় তাদের শা’স্তি নিশ্চিত করা হোক।