আ’ওয়ামী লী’গের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে ক’রোনায় আ’ক্রান্ত ২১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭তম।
সা’মনে আ’রো কঠিন সময় আসছে বলে অনেকে আ’শঙ্কা প্রকাশ করেছে।
এ’ই চ্যা’লেঞ্জিং স’ময় অ’তিক্রম করতে হবে, আমাদের সাহসিকতার সাথে।
তা’ই আ’মি বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের মা’নসিক প্রস্তুতি রাখার আহ্বান জানাচ্ছি এই দু’র্যোগ মোকাবেলায়।
আ’জ বৃহ’স্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
তি’নি ব’লেন, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আমাদের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা কৃষকের ধান কে’টে বাড়িতে পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করেছে অত্যন্ত সার্থকভাবে।
ধা’ন কা’টা এ’রই মধ্যে সারা দেশে ৯০ ভাগ সম্পন্ন হয়েছে।
তি’নি ব’লেন, আ’ওয়ামী লী’গের প’ক্ষ থেকে পিপিই, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, ব্লিচিং পাউডার স্প্রে মেশিনসহ সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়েছে।
দে’শের বি’ভিন্ন স্থা’নে ফ্রী এম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।
ভা’ম্রমাণ মে’ডিক্যাল টিম ও টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এ স’ময় উ’পস্থিত ছি’লেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।