দে’শে ক’রোনার জ’ন্য চলাকালীন টানা দুই মাসের বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি শেষ হয়েছে গতকাল শনিবার (৩০ মে)।
আ’জ রবিবার থেকে দেশে খুলেছে সকল স’রকারি-বেস’রকারি অ’ফিস। রবিবার সকাল থেকেই কর্মস্থলে ফি’রেছেন অনেকে।
স’রকারি প্র’জ্ঞাপনে সা’মাজিক দূরত্বের কথা বলা হলেও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে গণপরিবহণে লোকজনের গাদাগাদি করে গণ পরিবহনের ব্যবহার।
দেশে ক’রোনাভাইরসের ভ’য়াবহ সংক্রমনের মধ্যেই খুলে দেয়া হয়েছে গণ পরিবহণ ও সকল প্রকার অফিস। সা’মাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দেয়া হলেও তার ধার ধারছেন না কেউ।
অবফিস যে’তে হবে এ’টাই যেন মূখ্য বি’ষয় হয়ে দাঁড়িয়েছে জনসাধারণের কাছে। অন্যদিকে গণপরিবহণ কর্তৃপক্ষকেও কোনো নিয়ম মানতে দেখা যায়নি।