সা’মাজিক দূরত্ব নিশ্চিত করতে পারে ছাতার ব্যবহার। এমন স্লোগান নিয়ে ময়মনসিংহে মাঠে নেমেছে ‘সেভ দ্যা ফিউচার’ নামের একটি সমাজকল্যাণ সংস্থা। রবিবার সকালে সংগঠনটি নগরীর নতুন বাজার মোড়ে এ প্রচারণা চা’লায়। এ সময় সংগঠনের সাতজন ছাতা মেলে ধরে বক্তব্য দেন।
এ স’ময় সেভ দ্যা ফিউচারের সভাপতি অনিকা ইয়াসমিন, কাজী রিয়াদ, তন্ময়, আব্দুল কাদের, আমির আহমেদ অনুপ, পিয়াস আহমেদ মিতুল উপস্থিত ছিলেন।বক্তারা ছাতা ব্যবহারের অনুরোধ জানিয়ে বলেন, ছাতা ব্যবহার করলে সড়কে চলাচলের সময় সামাজিক দূরত্ব নিশ্চিত হবে।
কা’রণ ছাতায় ৩৬০ ডিগ্রি বেস্টনি তৈরি হয়। মাস্ক এবং পিপিইর পাশাপাশি ছাতার ব্যবহারও ক’রোনা প্রতিরোধে ভ‚মিকা রাখতে পারে।