চ’লতি ব’ছরের গত ৪ মাসে সারাদেশে বজ্রপাতে ৭৯ জনের মৃ’ত্যু হয়েছে।
ত’বে শু’ধু এপ্রিলেই ৭০ জন মা’রা গেছেন।
আ’র স’বচেয়ে বেশি ৪০ জন মা’রা গেছেন কৃষি কাজ করার সময়।
সে’ভ দ্য সোসাইটি অ্যান্ড থাণ্ডারস্টম অ্যাওয়ারনেস ফোরামের রিপোর্টে এ তথ্য জানা যায়।
ব’জ্রপাতে বে’শি মৃ’ত্যুর সংখ্যা পটুয়াখালী ও সিলেট জে’লায়।
বৃ’হস্পতিবার (৭ মে) অনলাইনে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডার স্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
সং’বাদ স’ম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা ও গবেষণা সেলের প্রধান নির্বাহী আব্দুল আলিম।
প্র’তিবেদনে জা’নানো হয়েছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বজ্রপাতে সারাদেশে ৭৯ জনের প্রা’ণহা’নি ঘটেছে।
এ’র ম’ধ্যে ১১ নারী এবং ৬৮ পুরুষ।
না’রী ও পুরুষের মধ্যে তিন শি’শু এবং ৯ কিশোর রয়েছে।
এ চা’র মাসে বজ্রাপাতে আ’হত হয়েছেন ২১ জন।
তা’দের মধ্যে ১৫ পুরুষ এবং ছয় নারী রয়েছেন।
না’রী ও পুরুষের মধ্যে দুইজন কিশোর রয়েছে।
সা’ধারণত প্রচণ্ড শীত থাকায় জানুয়ারি মাসে দেশে বজ্রপাত হয় না।
ত’বে এ’বার কনকনে শীতের মধ্যেও জানুয়ারি মাসে বজ্রপাতে তিনজন মা’রা গেছেন।
ফে’ব্রুয়ারিতে কোনো হ’তাহতের ঘটনা না ঘটলেও মার্চে ছয়জন এবং এপ্রিলে ৭০ জনের মৃ’ত্যু হয়েছে।
অ’ন্যদিকে মার্চে দুই নারী এবং চার পুরুষের মৃ’ত্যু হয়েছে। একই সঙ্গে মার্চে আ’হত হয়েছেন ছয়জন।
এ’রমধ্যে দুইজন পুরুষ এবং চারজন নারী।