সি’কিম সী’মান্তে ভারত-চীন সে’নাদের সং’ঘর্ষ।
ভারতের উত্তর সিকিমের নাকুলার কাছে ইন্দো-চীন সী’মান্তে দুই দেশের সে’নাদের সং’ঘর্ষে ঘটনা ঘটেছে। শনিবার রাতে দু’দেশের প্রায় দেড়শ সে’নার মধ্যে সং’ঘর্ষ বেঁ’ধে যায়। ওই ঘটনায় আ’হত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন।
নি’রাপত্তাবাহিনী বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় অবস্থিত নাকুলা পাস। জানা গিয়েছে, রুটিন টহল চলার সময়েই সং’ঘর্ষের ঘটনা ঘটে। যদিও ওই অঞ্চলটি সং’ঘর্ষপ্রবণ নয়। অন্য সীমান্ত এলাকায় যেমন মাঝেমধ্যেই ভারত এবং চীনের সে’নাবা’হিনীর মধ্যে সং’ঘর্ষ হয় তেমনটা এখানে হয় না।
সা’ম্প্রতিক অ’তীতে এই অঞ্চলে কোনো সং’ঘাত হয়নি। সেদিক থেকে শনিবার রাতের ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মত বিশ্লেষকদের।২০১৯ সালের সেপ্টেম্বরে পূর্ব, লাদাখের ইন্দো-চীন সী’মান্তে দুই বাহিনীর মধ্যে গোলাগু’লির লড়াই তীব্র আকার নিয়েছিল।
য’দিও দু’তরফের সে’নাবা’হিনী আলোচনার মাধ্যমে সেই সং’ঘাত প্রশমিত করে।স্মরণাতীত কালে দু’দেশের সে’নাবা’হিনীর তীব্র সং’ঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল ইন্দো-চীন-ভুটান সী’মান্তে ডোকালামে রাস্তা নির্মাণ ঘিরে। ২০১৭ সালের ১৬ জুন থেকে টানা ৭৩ দিন ধরে দু’পক্ষ চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে।
তা’রপর নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে দীর্ঘ কূটনৈতিক আলোচনার মাধ্যমে ডোকালামের উ’ত্তেজনার অবসান হয়।