সি’ডরের মতো শ’ক্তিশালী ঘূ’ণিঝড় আ’ম্পান, আ’ঘাতে হতে পারে ভ’য়ংকর ক্ষ’তি।
২০০৭ সা’লে তা’ণ্ডব চা’লানো সিডরের মতো সুপার সাইক্লোন আম্পানের শক্তি। এটি উপকূলে আ’ঘাত হানলে হতে পারে ভ’য়াবহ ক্ষয়ক্ষ’তি। তার সঙ্গে শরীরিক দূরত্ব ব্যবস্থা ভে’ঙে পড়লে ছড়াতে পারে ক’রোনার সং’ক্র’মণও।এদিকে আবহাওয়াবিদরা বলছেন, অতিসম্প্রতি দেশে আ’ঘাত হা’না ঘূণিঝড়গুলোর তুলনায় বেশি শক্তিশালী মনে হচ্ছে আম্পানকে।
শ’ক্তি ও গতি-প্রকৃতি পর্যালোচনা করে এ সাইক্লোনকে সিডরের মতো শক্তিশালী বলে মনে করছেন তারা। তবে সুন্দরবন উপকূলে আ’ঘাত হানলে ক্ষয়ক্ষ’তি হবে বলেও ধারণা তাদের।আবহাওয়াবিদ ড. সাইফুল ইসলাম বলেন, এটার শক্তিশালী সিডরের মতো।
ত’বে দেখা যাচ্ছে সুন্দবনের ও’পর দিয়ে গেলে কম বাতাস পাব।জলবায়ুবিদ ও বুয়েট শিক্ষক বজলুর রহমান বলেন, এ ধরনের সাইক্লোন আমরা দেখেছিলাম ভোলা বা ১৯৯১ বা সিডরে। ৪ থেকে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে।এদিকে সুপার সাইক্লোন আম্পান আরও এগিয়ে এসেছে, দুপুর নাগাদ গতিপথ কিছুটা স্পষ্ট হবে।
এ’খনো পূর্বের সংকেতই অব্যাহত আছে, তবে দু-এক ঘণ্টার মধ্যে মহাবি’পদ সংকেত আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।