কিছুদিন আ’গে উত্তর কোরিয়ার শাসক কিম জং উ’নের শা’রীরিক অবস্থার খবর নিয়ে বিশ্বজুড়ে উ’ত্তেজনা তৈরি হয়েছিল।
গত ১৫ এ’প্রিল প্র’য়াত দাদা তথা উত্তর কোরিয়ার জাতির জ’নক কিম ইল সুংয়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অনুপস্থিত থাকার পর থেকেই কিমের স্বাস্থ্যের বি’ষয়ে জল্পনা ছড়ায়। তাতে ইন্ধন জোগায় মা’র্কিন সংবাদমাধ্যমগুলো।
কি’ম ক’রোনার বলি হয়েছে বলেও রটে যায়।বি’ষয়টি নিয়ে খোঁজখবর করতে গিয়ে জানা যায়, জেমস বন্ডের চ’রম ভক্ত কিম জং ইলের হাতে ধরেই সিনেমা জগতে আর্বিভূত হন কিম জং উন। বাবার মতোই জেমস বন্ডের ভক্ত হয়ে ওঠেন তিনি।
হয়ে ও’ঠেন এক’জন সিনেমা অনুরাগী মানুষ।তার বাবা সিনেমার মাধ্যমে দেশের মানুষের মধ্যে কমিউনিজমের ভা’বধারা প্রচার করার চেষ্টা করতেন। এর জন্যই সিনেমা বানানোর বি’ষয়ে কোনও কার্পণ্য করেননি তিনি।
এ’মনকী সিনে’মা তৈরি জন্য তৎকালীন সময়ে দক্ষিণ কোরিয়ার সবথেকে জনপ্রিয় পরিচালক ও তার সুন্দরী অ’ভিনেত্রী স্ত্রীকেও অ’পহরণ করেছিলেন। আর তাদের দিয়ে মোট ১৭টি সিনেমা তৈরি করেন।এই বি’ষয়ে ব্রিটেনের একটি ম্যাগাজিনে প্রতিবেদনও লিখেছিলেন হোসে সন্ডার্স নামে এক সাংবাদিক।
তার দা’বি ছিল, জে’মস বন্ডের জনপ্রিয়তা হাতিয়ার করে তার ছবির মাধ্যমে দেশে নিজের আধিপত্য বিস্তার করেছিলেন কিং জং ইল। বর্তমানে সেই একই পথে হাঁটছেন কিম।
তবে বাবা’র থে’কে এ’ককাঠি এগিয়ে দেশের তৈরি হওয়া প্রতিটি সিনেমাতে তিনিই নায়ক হন। আর সমস্ত গল্পের শেষে দেখা যায়, উত্তর কোরিয়ার বি’পদের সময় কিম জং উন (Kim Jong-un) সবাইকে রক্ষা করছেন। সূত্র : সংবাদ প্রতিদিন।