প্রা’ণঘা’তী ক’রোনা ভাই’রাস শক্তি হা’রিয়ে দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ইতালির দুজন বিশেষজ্ঞ চিকিৎসক।
তা’দের দাবি, দে’শটিতে ক্লিনিক্যালি ভাই’রাসটি এখন আর নেই।ক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, ইতালিতে মে মাসের শুরুতেও ভ’য়াবহ অবস্থা ছিল। কিন্তু শেষ দিকে পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে সেখানে।
ইতালির মি’লান শহ’রের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলোর এ বি’ষয়ে গতকাল রবিবার দেশটির আরএআই টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব দাবি করেছেন।তিনি বলেন, বাস্তবতা হলো ইতালিতে ভাই’রাসটি ক্লিনিক্যালি আর নেই।
এক অ’থবা দু’ই মাস আগে যে অবস্থা ছিল গত দশ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।
সা’মাজিক দূরত্বের কথা বলা হলেও ধার ধারছেন না
দেশে করো’নার জন্য চলাকালীন টানা দুই মাসের বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি শেষ হয়েছে গতকাল শনিবার (৩০ মে)। আজ রবিবার থেকে দেশে খুলেছে সকল সরকারি-বেসরকারি অফিস।
রবিবার স’কাল থেকেই কর্মস্থলে ফিরেছেন অনেকে। সরকারি প্রজ্ঞাপনে সামাজিক দূরত্বের কথা বলা হলেও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে গণপরিবহণে লোকজনের গাদাগাদি করে গণ পরিবহনের ব্যবহার।