ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ৭০ লাখ টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে। রোববার দুপুরে সেনবাগ পৌরসভার ভূমি অফিস সংলগ্ন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল ঘেষা ওই সম্পত্তির উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাসের নির্দেশনায় ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদারের সার্বিক সহযোগীতায় সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা ওই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন। এ সময় সেনবাগ থানার বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ক্ষেমালিকা চাকমা জানায়, দীর্ঘ ৩০ বছরের অধিক সময় ধরে একটি চক্র সরকারি ঐ ভূমিগুলি অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ভাড়া দিয়েছিল।তিনি অবৈধ দখলদারদের উদ্দেশ্যে বলেন,যারা সরকারি সম্পত্তি অবৈধ ভাবে দখল করে আছে তারা যেন অবিলম্বে নিজ দায়িত্বে জায়গা গুলো খালি করে দেন। অন্যথায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উচ্ছেদ করা হবে।