সারাদেশে করোনার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য সারা দেশে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা। সেই সাথে হোম কোয়ারান্টিন এর বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে।
সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টিন নিশ্চিতে সারা দেশে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনা বাহিনী। একই সঙ্গে এসব বিষয়ে সারাদেশে জনসচেতনতা তৈরিতে কাজ করছে সেনা ইউনিটগুলো।
উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে মরনঘাতি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষে সারাদেশে মাঠে নেমেছে সেনাবাহিনী।