চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিএমএ, স্বাচিপ ও কিশোরগঞ্জ সোসাইটি অফ হেলথ সার্ভিসেস এর উদ্যোগে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদেরকে নিয়ে কিশোরগঞ্জ চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৩ সেপ্টেম্বর সোমবার রাত ৮টার সময় হোটেল ধানসিঁড়িতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আ ন ম নৌশাদ খান সভাপতিত্বে এ আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ ও কিশোরগঞ্জ সোসাইটি অফ হেলথ সার্ভিসেস এর সভাপতি প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।
প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, সেবা দেয়ার মন মানসিকতা এখন কারও মাঝে পাওয়া যায় না। বাড়ি গাড়ির দিকে দৌড়ানোর ফলেও সাধারণ মানুষ চিকিৎসকদের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সঠিক চিকিৎসাসেবা পাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি।
তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এর উদ্দেশ্যে বলেন, আপনি আপনার মত কাজ করে যান আমি সহ আমরা আপনার পাশে থেকে সহযোগিতা করে যাব।
বিশেষ অতিথি বিএমএ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহবুব ইকবাল চিকিৎসকদের নানাবিধ সমস্যা আলোপাত করেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাঃ হাবিবুর রহমান বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এর উপ পরিচালক ডাঃ হেলাল উদ্দিন, দালাল মুক্ত করতে ক্লিনিক ডায়াগনস্টিক মালিকদের কাছে সহযোগিতা কামনা করেন।
সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান ক্লিনিক ডায়াগনস্টিক এর বহুবিধ সমস্যা এবং কিভাবে সমাধান করা যাবে সে বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। এবং আরও বলেন, মানবিক সেবার মাধ্যমে চিকিৎসা সেবার দুর্নাম থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
বিএমএ এর সাধারন সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব বাদল বলেন, সরকারি হাসপাতাল মেডিকেল কলেজ ও হাসপাতালে সঠিক স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ বলেই আজ ক্লিনিকগুলোতে মানুষের ভীড়। সরকারি চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যেও তিনি পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক কাজী সুমন ক্লিনিক ডায়াগনস্টিক এর পরিবেশ আইনের উপর বিস্তর আলোচনা করেন।