1. ashrafali.sohankg@gmail.com : aasohan :
  2. alireza.kg2014@gmail.com : Ali Reza Sumon : Ali Reza Sumon
  3. hrbiplob2021@gmail.com : News Editor : News Editor
সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:-

সৌ’দি আ’রবে গত ২৪ ঘ’ণ্টায় স’র্বোচ্চ সু’স্থের রে’কর্ড

রিপোর্টার:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৫৯ সংবাদটি দেখা হয়েছে

ক’রোনার ছোবলে আ’ক্রান্ত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সুস্থের রেকর্ড হয়েছে।

এছাড়া এদিন আ’ক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য ম’ন্ত্রণালয়।

সোমবার সৌদির স্বাস্থ্য ম’ন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে

বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৫৯৩ জন ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত হয়েছে।

তবে এদিন এ প্রা’ণঘা’তী ভাই’রাস থেকে মুক্তি মিলেছে ৩ হাজার ২৬ জনের, যা সৌদিতে একদিনে সর্বোচ্চ সুস্থ হওয়ার রেকর্ড।

ম’ন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মা’রা গেছেন আরও ৮জন ক’রোনা রো’গী। ফলে এ পর্যন্ত দেশটিতে ৩২০ জন ক’রোনায় আ’ক্রান্ত হয়ে মা’রা গেছে।

একদিনে আ’ক্রান্ত ২ হাজার ৫৯৩ জনের মধ্যে সবচেয়ে বেশি রো’গী শনাক্ত হয়েছে রাজধানী রিয়াদে, ৬৪২ জন। দ্বিতীয় সর্বোচ্চ মক্কা মুকাররমায়, ৫১০ জন।

এছাড়া বন্দর নগরী জেদ্দায় ৩০৫ জন , মদিনা মুনাওয়ারায় ২৪৫ জন, দাম্মামে ১৭৪ জন, আল হুফুফে ১৪৭ জন ও আল খোবারে ১৩৩ জন নতুন করে ক’রোনা রো’গী শনাক্ত হয়েছে।

এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, সৌদিতে এ পর্যন্ত ক’রোনায় মোট ৫৭ হাজার ৩৪৫ জন আ’ক্রান্ত হয়েছে। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ৭৪৮ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ২৮ হাজার ২৭৭ জন। এদের মধ্যে ২৩৭ জনের অবস্থা আ’শঙ্কাজনক।

এ পর্যন্ত মোট ৬ লাখ ১ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষায় এসব তথ্য বেরিয়ে এসেছে।

আ’ক্রান্ত ও মৃ’তের তালিকায় বাংলাদেশি প্রবাসী রয়েছে।

গত ১৬ মে পর্যন্ত দেশটিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৯২ প্রবাসী বাংলাদেশি ক’রোনায় আ’ক্রান্ত হয়ে মা’রা গেছে।

জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

খবরটি পছন্দ হলে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও খবর

All rights reserved © 2021 Newsmonitor24.com
Theme Customized BY IT Rony