বগুড়া : স্ত্রী’র বড় বোনের সঙ্গে স্বামীর প’রকীয়ায় বা’ধা দেয়ায় সোনাবানু নামে এক গৃহবধূকে নি’র্যাতনের পর বা’ড়িছাড়া ক’রেছেন স্বামী আছের আলী।স্বামীর নি’র্যাতনের শি’কার ওই গৃহবধূ স’ন্তানদের নিয়ে গত ১৫ দিন ধরে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কা’টাচ্ছেন।
বা’ধ্য হয়ে বু’ধবার রাতে তিনি ধুনট থানায় স্বামীর বি’রুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়ার ধুনট উপজে’লার চৌকিবাড়ি ইউনিয়নের থে’উকান্দি গ্রা’মের মৃ’ত মীর বকসের ছেলে আছের আলী প্রায় ২৫ বছর আগে একই উপজে’লার দীঘলকান্দি গ্রামের ছবদের আলী শেখের মেয়ে সোনাবানুকে বিয়ে করেন।
দী’র্ঘ দা’ম্পত্য জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে আছেন।আছের আ’লী গত এক বছর ধরে স্ত্রীর বড়বোন সফুরা খাতুনের সঙ্গে প’রকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। সোনাবানু এতে বা’ধা দিলে আছের আলী ক্ষি’প্ত হন।
তিনি গত ১৪ জুন তা’র স্ত্রী সোনাবানুকে (৪০) বেদম মা’রপিট করে বড়ি থেকে তাড়িয়ে দেন।গত কয়েক দিন তিনি স’ন্তানদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
সেখানে তা’রা মা’নবেতর জীবন কা’টাচ্ছেন।ধুনট থানার এসআই শাহীন আলম জানান, গৃহবধূর অভিযোগ পেয়েছেন তিনি। ত’দন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।